Saturday, December 14, 2019

Pre-Planned Killing of Bengali Intelligentsia by Pakistan Army and Administration in 1971


Pre-Planned Killing of Bengali Intelligentsia by Pakistan Army and Administration in 1971
 
From a post by Jamal Hasan 
 
Sadly and incredibly none of the murderers have been prosecuted by Pakistan Administration, nor have the Western democracies, Indian intelligentsia and American progressives have asked for prosecution of the criminals.
 
 
 
Investigation Agency ictbd
Atrocity-1971
জাতিকে মেধাশূন্য করার নীল নকশা বুদ্ধিজীবী হত্যাকান্ড :
===================================
মো. আতাউর রহমান বিপিএম
সি.এএসপি (আই/ও-আইসিটি)
আল-বদর বাহিনীর ঘাতক অপারেশন ইন-চার্জ চৌধুরী মঈন উদ্দিন এবং চীফ এক্সিউকিউটিভ (প্রধান জল্লাদ) মোঃ আশরাফুজ্জামান খান ১৯৭১ সালের ১০ই ডিসেম্বর থেকে ১৫ই ডিসেম্বর পর্যন্ত যে সকল বুদ্ধিজীবীদের বাসা থেকে অপহরন করে একের এক হত্যা করে, তা ছিল একটি নীল নকশা। দেশ স্বাধীনের প্রাক্কালে জাতিকে মেধাশূন্য করার লক্ষে বাংলার এই কুখ্যাত সন্তানরা বুদ্ধিজীবীদের হত্যা করার জন্য মরিয়া হয়ে ওঠে।
তদন্তে প্রকাশিত হয়, আশরাফুজ্জামান খান এবং চৌধুরী মঈনউদ্দিনের নেতৃত্বে আল-বদরের একটি সশস্ত্র দল পরিকল্পিতভাবে ইপিআরটিসির কাঁদা মাখানো একটি মিনিবাস দিয়ে ঢাকার বুদ্ধিজীবিদের অপহরণ করে নির্মমভাবে নির্যাতনের পর হত্যা করে।
সারা বাংলাদেশে স্বাধীনতাযুদ্ধ চলাকালে ৯৬৮জন শিক্ষাবিদ ২১ জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং ৪১ জন আইনজীবীসহ ১০২০জন বুদ্ধিজীবীকে হত্যা করা হয়।
ডিসেম্বর মাসের ১০ তারিখ থেকে ১৫ তারিখ সময়ের মধ্যে চৌধুরী মঈনউদ্দিন এবং আশরাফুজ্জামান খান এর নির্মম শিকার হন ঢাকার ১৮ জন বুদ্ধিজীবী। তদন্ত সংস্থা কর্তৃক ১৮টি হত্যার অভিযোগ এনে উক্ত ০২ আসামীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঢাকায় হত্যা ও গণহত্যার চার্জ উপস্থাপন করা হয়।
সাক্ষ্য প্রমাণে প্রতিটি চার্জ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ ট্রাইব্যুনাল আসামীদেরকে প্রত্যেকটি অপরাধের জন্য মৃত্যুদন্ডে দন্ডিত করেন। বর্তমানে আসামীরা দেশের বাহিরে পলাতক জীবনযাপন করছে।
তাদের অপহরণ ও নির্মম হত্যাকান্ডের শিকার হলেন-
--------------------------------------------------------
১. দৈনিক ইত্তেফাক পত্রিকার নির্বাহী সম্পাদক জনাব সিরাজুদ্দীন হোসেন। তাঁকে ১০ ডিসেম্বর/ ৭১ তারিখে রাত্রে বাসা থেকে অপহরণ করা হয়।
২. পিপিআইএর চীফ রিপোর্টার সাংবাদিক সৈয়দ নাজমুল হককে একই রাত্রে তার বাসা থেকে অপহরণ করা হয়।
৩. দৈনিক পূর্বদেশ পত্রিকার চীফ রিপোর্টর আ ন ম গোলাম মোস্তফাকে ১১ ডিসেম্বর/৭১ ইং তারিখে ভোর রাতে অপহরণ করা হয়।
৪. বি বি সি সংবাদদাতা ও সাবেক পিপিআই এর জেনারেল ম্যানেজার নিজাম উদ্দিন আহমদকে ১২ ডিসেম্বর/৭১ ইং তারিখে অপহরণ করা হয়।
৫. দৈনিক শিলালিপি পত্রিকার সম্পাদিকা সেলিনা পারভীনকে ১৩ ডিসেম্বর/৭১ ইং তারিখে অপহরণ করা হয়।
৬. দৈনিক সংবাদের যুগ্ম-সম্পাদক ও বিশিষ্ট সাহিত্যিক শহীদুল্লাহ কায়সারকে ১৪ ডিসেম্বর/৭১ ইং তারিখে
অপহরণ করা হয়।
৭. ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক গিয়াসউদ্দিন আহমদকে ১৪ ডিসম্বের/৭১ তারিখে অপহরণ করা হয়।
৮. ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক রাশিদুল হাসানকে ১৪ ডিসম্বের/৭১ তারিখে অপহরণ করা হয়।
৯. ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আনোয়ার পাশাকে ১৪ ডিসম্বের/৭১ তারিখে অপহরণ করা হয়।
১০. ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আবুল খায়েরকে ১৪ ডিসম্বের/৭১ তারিখে অপহরণ করা হয়।
১১. ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. সন্তোষ ভট্টাচার্যকে ১৪ ডিসম্বের/৭১ তারিখে অপহরণ করা হয়।
১২. ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. সিরাজুল হক খানকে ১৪ ডিসম্বের/৭১ তারিখে অপহরণ করা হয়।
১৩. ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ফয়জুল মহিকে ১৪ ডিসম্বের/৭১ তারিখে অপহরণ করা হয়।
১৪. ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মোফাজ্জল হায়দার চৌধুরীকে ১৪ ডিসম্বের/৭১ তারিখে অপহরণ করা হয়।
১৫. ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মুনির চৌধুরীকে ১৪ ডিসম্বের/৭১ তারিখে অপহরণ করা হয়।
১৬. ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক ডা. মোহাম্মদ মর্তুজাকে ১৪ ডিসম্বের/৭১ তারিখে অপহরণ করা হয়।
১৭. ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট চক্ষু চিকিৎসক ডা. আলিম চৌধুরীকে ১৫ ডিসেম্বর/৭১ ইং তারিখে অপহরণ করা হয়।
১৮. ঢাকা মেডিকেল কলেজের বিশিষ্ট কার্ডিওলজিষ্ট ডা. ফজলে রাব্বিকে ১৫ ডিসেম্বর/৭১ ইং তারিখে অপহরণ অপহরণ করা হয়।
অপহৃত সাংবাদিকদের মধ্যে একমাত্র সেলিনা পারভীনের অর্ধ-গলিত অবস্থায় লাশ রায়ের বাজার বধ্যভূমি থেকে ১৮ ডিসেম্বর/৭১ ইং তারিখে পাওয়া যায়।
অন্যান্য অপহৃত সাংবাদিকদের লাশের হদিস পাওয়া যায়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক গিয়াসউদ্দিন আহমেদ, অধ্যাপক রাশিদুল হাসান, অধ্যাপক আনোয়ার পাশা, ড. আবুল খায়ের ড. সন্তোষ ভট্টাচার্য, ড. সিরাজুল হক খান, অধ্যাপক ফয়জুল মহি, বিশ্ববিদ্যালয়ের চিকিৎসর ডাঃ মোহাম্মদ মর্তুজার লাশ মিরপুর বধ্যভূমি এবং ডাঃ আলিম চৌধুরী এবং ডাঃ ফজলে রব্বির লাশ নির্যাতনের চিহ্ন সহ অর্ধ গলিত অবস্থায় রায়ের বাজার বধ্যভূমি থেকে উদ্ধার করা হয়।
চক্ষু ডাঃ আলিম চৌধুরীর চোখ উপড়ানো এবং হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ ফজলে রাব্বীর বুক থেকে হৃৎপিন্ড উপড়ানো অবস্থায় পাওয়া যায়। অধ্যাপক মুনির চৌধুরী, অধ্যাপক মোফাজ্জল হায়দার চৌধুরীর লাশের হদিস পাওয়া যায়নি।
সাংবাদিক শহীদুল্লাহ কায়সারকে সন্ধান করতে গিয়ে ৩০ জানুয়ারী/৭২ ইং তারিখে মিরপুর বিহারী ক্যাম্পে গিয়ে নিখোঁজ হন তার ভাই প্রখ্যাত সাহিত্যিক জহির রায়হান।

Here is a translation by Google (Please note that no editing was done of the translation.)

Atrocity-1971
Intellectual murder of the blue design of making the nation zero:
===================================
Mo. Ataur Rahman CPM
C. ASP (I / O-ICT)

The deadly operation of al-Badar forces in-Charge Chowdhury Moin Uddin and Chief Executive (Chief Executioner) MD. Ashraf Khan kidnapped from the house of the house from December 10 to December 1971, 15 It was a blue design, a blue design. On the eve of independence of the country, these notorious children of Bengal became desperate to kill intellectuals to kill intellectuals.
The investigation was published, an armed group of al-Badr LED by have khan and chowdhury ma'īna'ud, designed by a mini bus in Dhaka by kidnapping the intellectuals of Dhaka with a mini bus, killing the intellectuals of Dhaka with a mini bus.
During The Independence War all over Bangladesh, 968 students were killed, including 21 students and 41 lawyers, including 1020 teachers and 41 lawyers.
From December 10 to 15, 18 intellectuals of Dhaka were brutally victims of Chowdhury Moin Uddin and Ashraf Khan. The Investigation Agency was accused of killing 18 murder and massacre in the international crime tribunal in Dhaka.
Every charge proved to be proved by the wise tribunal, the wise tribunal sentenced the accused to death for every crime. Currently, the citizens are living a fugitive life outside the country.
They were victims of their kidnapping and brutal murder -
--------------------------------------------------------
1. Mr. Sirājuddīna Hossain, executive editor of daily ittefaq newspaper. He was kidnapped from home on 10 December / 71 at night.
The Chief Reporter Journalist Syed Nazmul Khan was kidnapped from his home in the same night.
The Chief reporter of the daily east country, a chief reporter, was kidnapped at dawn on December 11, 71, on December 11, 3.
Nizam Uddin Ahmad, 4. B B C correspondent and former Deputy General Manager Nizam Uddin Ahmad was kidnapped on December 12, 71
On 13 December 5., Selina but was kidnapped on December 13, 71
6. Daily News Joint-Editor and prominent literary literary on December 14, 71
It was kidnapped.
7. University of Dhaka University Professor Gias Uddin Ahmad was kidnapped on 14 November / 71
8. Dhaka University Teacher Professor Rashid Hasan was kidnapped on 14 November / 71
Professor Anwar Pasha, Professor Anwar Pasha, was kidnapped on 14 November / 71
10. The teacher of Dhaka University. Abul Khair was kidnapped on 14 November / 71
11. The teacher of Dhaka University. Santosh Bhattacharya was kidnapped on 14 November / 71
12. The teacher of Dhaka University. Azizul Haque Khan was kidnapped on 14 November / 71
13. University of Dhaka University Professor Faizul woman was kidnapped on 14 November / 71
14. The teacher of Dhaka University, professor of Dhaka University, was kidnapped on 14th November / 71
15. University of Dhaka University Professor Muni Chowdhury was kidnapped on 14th November / 71
16. The Doctor of university of Dhaka University of Dhaka. Mohammad Martujākē was kidnapped on 14 November / 71
17. Dr. University of Dhaka University. Alim Chowdhury was kidnapped on 15 December / 71
18. Dr. of Dhaka medical college, Dhaka medical college. Fazle Rabbi was kidnapped on December 15, 71.
The only one of the kidnapped journalists was found in the half-melted position of the dead body on December 18, 71 from the land of Selina.
The dead body of other kidnapped journalists could not be found. University of Dhaka University Professor Gias Uddin Ahmed, Professor Rashid Hasan, Professor Anwar Pasha, Dr. Anwar Pasha, Dr. Dr. Abul Khair Dr. Abul Khair. Santosh Bhattacharya, Dr. Santosh Bhattacharya The dead body of torture was recovered from the land of Dhaka, Professor Fazle Mahi, University Doctor, Dr. Mohammad Mortaza's dead body, including the mark of torture of the court of Dhaka, and Dr. Alim Chowdhury and Dr. Fazle Rabbi's dead body.
Eye Dr. Alim Chowdhury's eyes are found in the eye of Dr. Alim Chowdhury and heart disease specialist Dr. Fazle Trew. The body of Professor Muni Chowdhury was not found in the body of Prof.
On January 30, 72, his brother, Zahir Raihan, went to mirpur Bihar camp on January 30, 72, his brother, Zahir Raihan, went missing.

 

No comments: