Thursday, November 16, 2017

Anti-Hindu Pogrom in Bangladesh, Again: Rongpur, North Bangladesh


Live TV report via Facebook posting:  https://www.facebook.com/100008823070285/videos/1746487148988704/


Anti-Hindu Pogrom in Bangladesh, Again: Rongpur, North Bangladesh; November 2017


Sachi G. Dastidar




As in Nasirnagar, Brahmanbaria District in the east where an anti-Hindu pogrom took place in 2016 for "Insulting Islam" in Facebook by people who hardly know Facebook. Earlier an anti-Buddhist pogrom took place in 2012 in Chittagong for the same reason. Apparently, this time it was the turn again of poor, oppressed Hindus of Rongpur in north Bangladesh to be tortured and torched while world's caring "human rights" and "civil" society look the other way.

Sadly these are happening in the so-called pro-secular Administration of Awami League Party headed by a female Prime Minister, as was reminded by Professor Dastidar at a recent meeting.

This time the Administration was swift to arrest a hapless illiterate Hindu, Mr. Titu Roy, whose two uninitiated minor daughters were kidnapped and converted to Islam earlier. Yet no one was arrested -- as is the case of Hindu kidnappings, temple and deity desecration, destruction and damage, confiscation of Hindu ancestral home and land without notice and compensation, destruction of cremation grounds and more. No one is ever arrested for derogatory remarks on Hindus, Hinduism, Buddhism or Christianity during daily religious preaching or for posting such items on social media.

Here are some news items from English and Bengali media:

Illiterate Titu Roy’s sketchy Facebook account
Hindu villagers are left with nothing after a Muslim mob attacked their village on Friday following a rumoured derogatory Facebook post Dhaka Tribune

Family members of Titu Roy brushed aside any possibility of him operating a Facebook account, saying he is illiterate.

A controversial Facebook post is said to have triggered the communal attack on the Hindu houses in Ranglpur’s Thakurpara village.
There were rumours that one Titu Roy, originally from Thakurpara but currently living in Narayanganj, put up a Facebook post defaming Prophet Muhammad (pbuh) a few days ago.
However, an analysis of the said Facebook account from where the controversial post was published shows there is a good chance someone else might have impersonated Titu.
The Facebook account resembling Titu Roy is named ‘MD Titu’. The ‘MD Titu’ account was opened on Facebook just two months back in September this year, although he had managed to make 288 friends by this time.
It appears whoever opened the account has only a handful of Titu’s photos and posted them tirelessly, almost every day.
Several photos of people appearing to be relatives of friends of ‘MD Titu’ were also posted.
That ‘MD Titu’ is a Hindu youth has also been established through the abundance of photos of Hindu deities on his wall.
This ‘MD Titu’ appears to have a habit of sharing photos of young girls and porn content.
The controversial post first appeared on the timeline of ‘MD Titu’ on October 19. It was a screenshot showing a ‘blasphemous’ post from another Facebook ID on the wall of a Facebook group, named ‘Bangladeshi Teenagers.’
The controversial screen shot later started appearing in the photo galleries that were being published by ‘MD Titu’ almost everyday.
It appears even after receiving threats over the screen shot, ‘MD Titu’ was undaunted and continued posting the screenshot several times in a day.
Rangpur Superintendent of Police (SP) Mizanur Rahman told the Dhaka Tribune that they were yet to come to any conclusion about the Facebook ID that was used for spreading the controversial post.
“We are trying to recover the Facebook ID that gave rise to the incident. A team has been assigned to arrest Titu from Narayanganj. The real mystery will be solved if he is found there,” he told reporters after visiting the affected areas on Saturday.
The Rangpur SP, however, claimed that the Jamaat-e-Islami Bangladesh and its affiliated student organisation Islami Chhatra Shibir might be behind the communal attack on Hindu houses at Thakurpara. “The criminals of Jamaat-Shibir have carried out the violence at Thakurpara to destabilise the country ahead of the oncoming national polls.”

Real Titu is ‘illiterate’

Meanwhile, family members of Titu Roy brushed aside any possibility of him operating a Facebook account, saying he is illiterate.
Titu’s younger brother Bipul Chandra told the Bangla Tribune: “Titu took loans from different NGOs and failed to repay the money. He fled from the area seven years ago over that issue. He never returned home after that. He took his wife and children to Dhaka around five years ago.”
Titu and his wife now work at a garment factory in Narayanganj’s Fatullah, he added.
“We had heard that a Facebook ID named after Titu spread rumours and caused all the tension here. But my brother cannot even read a word. How can he run a Facebook ID? We think someone else opened an ID and named it after Titu,” Bipul said.
The villagers confirmed the Dhaka Tribune that the Facebook ID of ‘MD Titu’ was the one that was used in spreading hatred against the Hindu community.
They claimed the controversial screenshot was shown to them by some some people at a local market a couple of days ago.

Nasirnagar revisited

On October 30 last year, a mob of radical Islamists in Brahmanbaria’s Nasirnagar upazila beat Rasraj Dash mercilessly and handed him over to police, alleging that he posted a morphed image of Kaba on the Facebook.
The attackers also vandalised and looted his house, and destroyed two Puja pavilions at Haripur village.
The controversial Facebook photo also sparked a series of communal attacks on the Hindu minority of the area. At least 17 temples and Puja pavilions, and over 58 houses were vandalised and looted by a mob of about 3,000 people following a rally, organised by radical Islamist groups Ahle Sunnat Wal Jamaat and Hefazat-e-Islam.
There were announcements from local mosques the previous day – a trend seen many times in recent years before attacks on temples and houses of Hindus and the Buddhists across the country.
Later, more houses were vandalised and torched in the area.
Police investigation later found out that the morphed photo posted from Rasraj’s Facebook account was used by the masterminds of the attacks to spread communal hatred.
In 2012, a crowd of Muslim destroyed more than a dozen Buddhist monasteries in Ramu of Cox’s Bazar following a hate campaign using a photo allegedly defaming the Quran. The investigators later found that the masterminds of the attack spread a rumour that the photo was uploaded on Facebook by a young Buddhist man from the area.


Statesman November 11, 2017
  1. Home / World / 53 detained over attacks on Hindus in Bangladesh

53 detained over attacks on Hindus in Bangladesh 
The Bangladesh police have detained 53 people in connection with arson attacks on the homes of Hindus over a rumoured Facebook post by a local “insulting religion”.
More than 30 homes belonging to Hindu families in Rangpur’s Thakurbari village were ransacked and looted before being set on fire by a mob on Friday over the “derogatory” status posted by a Hindu man, Bdnews24.com reported.
One person, 30-year-old Habibur Rahman, was killed when the police opened fire to ward off the angry mob that turned violent and set fire to several homes. Eleven others were injured in the violence.
Police filed two cases of the incidents and arrested 53 people, said Police Superintendent Mizanur Rahman.
One of the victims, Dulali Rani told the Dhaka Tribune: “A mob came to our neighbourhood on Friday afternoon and started ransacking our home without any provocation. They even took our cattle.
“They burned everything, even my cooking pots. We do not have a place to sleep at night, and no way to cook food.”
Several villagers said that if someone posted a derogatory status on Facebook, hold that one person accountable for his or her action.
The status was allegedly put on social media by Thakurbari village native Titu Roy, but very few villagers admitted to seeing it, the daily reported.
One of the witnesses said thousands of protesters from six nearby villages banded together after the Jumma prayers and attacked the Hindu neighbourhood.
A three-member investigation committee was formed to probe the situation. The district administration said it is making special arrangements to compensate the victims of the attacks.



Nov11 2017
রংপুরে হিন্দু গ্রামে হামলা
প্রকাশিত হয়েছে: নভেম্বর ১১, ২০১৭ , ৫:৩৯ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ১১, ২০১৭, ৫:৩৯ অপরাহ্ণ
ফেসবুকের পোস্টকে কেন্দ্র করে যখন রংপুরে উত্তেজনাকর পরিস্থিতির উদ্ভব হয়, তখনই প্রশাসনের আগাম নিরাপত্তার ব্যবস্থা নেয়া উচিত ছিল। কিন্তু তা করা হয়নি। আক্রান্তরা বলছেন, পুলিশকে আগে হামলার আশঙ্কার কথা জানানো হলেও তারা কোনো নিরাপত্তামূলক ব্যবস্থা নেয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণেও প্রশাসন চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। সংখ্যালঘুদের ওপর এরকম আক্রমণ জাতীয় সংহতির ওপর বিরাট আঘাত।
ফেসবুকে একটি স্ট্যাটাস দেয়ার ঘটনাকে কেন্দ্র করে রংপুরের একটি হিন্দু গ্রামে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে পুলিশ-জনতার সংঘর্ষে গুলিতে ১ জন নিহত হয়েছে। গুলিবিদ্ধসহ আহত হয়েছে ২৫ জন। এই ঘটনা দুঃখজনক ও বেদনাদায়ক। আমরা বলি আমাদের দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। কিন্তু ইদানীংকালে অসহিষ্ণুতা ও অধৈর্যের যে প্রকাশ প্রায়ই দেখা যাচ্ছে- তা কোনোভাবেই প্রত্যাশিত নয়।
সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়, নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করেন রংপুরের পাগলাপীর ঠাকুরবাড়ি গ্রামের টিটু রায়। কয়েকদিন আগে তার ফেসবুক আইডিতে মহানবী (সা.) সম্পর্কে আপত্তিকর স্ট্যাটাস দেয়ার ঘটনা নিয়ে রংপুরের পাগলাপীর, মমিনপুর, হাড়িয়াল কুঠিসহ আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। গত শুক্রবার জুমার নামাজের পর ৬-৭টি গ্রামের কয়েক হাজার মানুষ টিটু রায়ের গ্রামের বাড়িতে হামলা চালায়। এ সময় পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালালে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়। পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে পুলিশ গুলি চালালে ৬ জন গুলিবিদ্ধ হয়। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে হামিদুল ইসলাম নামে এক যুবক মারা যায়। অন্য আহতদের অবস্থাও আশঙ্কাজনক। ঠাকুরবাড়ি গ্রামে অন্তত ৩০টি বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ এবং মালামাল লুট করা হয়। ঠাকুরবাড়ি গ্রামের হিন্দুপাড়ার মানুষ এখনো আতঙ্কের মধ্যে রয়েছেন। রামু, নাসিরনগরের সেই বিভীষিকাময় ঘটনার পর রংপুরে প্রায় একইরকম ঘটনা প্রত্যক্ষ করে দেশবাসী আবারো বিস্মিত হয়েছে । টিটু রায় যদি ধর্মীয় অবমাননাকর পোস্ট দিয়ে থাকেন তার অপরাধের শাস্তি আইন অনুযায়ী হবে, এটাই স্বাভাবিক। এ জন্য একটি ধর্মীয় সম্প্রদায়ের ওপর কোনো যুক্তিতেই হামলা হতে পারে না। আমরা লক্ষ করছি, ইসলামের অবমাননা করা হয়েছে- এই জিকির তুলে স্বার্থান্ধ সা¤প্রদায়িক গোষ্ঠী মাঝে মাঝেই ধর্মপ্রাণ নিরীহ মানুষকে এমনভাবে উত্তেজিত করছে যে, তারাও হয়ে পড়ছে উন্মত্ত। সত্যি সত্যি ধর্মের অবমাননা হচ্ছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে না অথবা হলেও প্রকৃত অপরাধীর পরিবর্তে টার্গেট হয়ে পড়ছে সামগ্রিকভাবে সংখ্যালঘু সম্প্রদায়। এ প্রবণতা বিপজ্জনক। ফেসবুকের পোস্টকে কেন্দ্র করে যখন রংপুরে উত্তেজনাকর পরিস্থিতির উদ্ভব হয়, তখনই প্রশাসনের আগাম নিরাপত্তার ব্যবস্থা নেয়া উচিত ছিল। কিন্তু তা করা হয়নি। আক্রান্তরা বলছেন, পুলিশকে আগে হামলার আশঙ্কার কথা জানানো হলেও তারা কোনো নিরাপত্তামূলক ব্যবস্থা নেয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণেও প্রশাসন চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। সংখ্যালঘুদের ওপর এরকম আক্রমণ জাতীয় সংহতির ওপর বিরাট আঘাত। এই হামলার ফলে বাংলাদেশে সংখ্যালঘু স¤প্রদায় আরো নিরাপত্তাহীনতায় ভুগবে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে না পারলে বাংলাদেশে মিলেমিশে বসবাসের যে সংস্কৃতি তা বাধাগ্রস্ত হবে এবং মানুষের জীবনযাপনের স্বাভাবিকতা হারাবে। ঘটনার দিন রাতেই রংপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটিকে ৭ দিনের মধ্যে রিপোর্ট প্রদানের নির্দেশ দেয়া হয়েছে। এখন প্রয়োজন দ্রুত দায়ী ব্যক্তিদের চিহ্নিত করা এবং তাদের যথোপযুক্ত শাস্তি নিশ্চিত করা। সঙ্গে সঙ্গে ক্ষতিগ্রস্ত বাড়িঘর পুনর্নির্মাণ-মেরামত করাসহ ক্ষতিগ্রস্তদের ন্যায়সঙ্গত ক্ষতিপূরণের ব্যবস্থা করাও জরুরি।


P Alo Nov 11 2017
রংপুরে ক্ষতিগ্রস্ত পরিবার পরিদর্শনে আ.লীগের নেতারা
নিজস্ব প্রতিবেদক, রংপুর ১১ নভেম্বর ২০১৭, ১৭:১৮


রংপুরের গঙ্গাচড়া উপজেলায় গতকাল শুক্রবার অগ্নিসংযোগের ঘটনায় পুড়ে যাওয়া একটি ঘর। ছবি: প্রথম আলো।রংপুরের গঙ্গাচড়া উপজেলায় গতকাল শুক্রবার অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্ত হরকলি ঠাকুরপাড়া গ্রাম পরিদর্শন করেছে আওয়ামী লীগের একটি দল। আজ শনিবার দুপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাংসদ খালিদ মাহমুদ চৌধুরী, দিনাজপুর-১ আসনের সাংসদ মনোরঞ্জন শীল গোপালসহ আওয়ামী লীগের স্থানীয় নেতারা সেখানে যান। আওয়ামী লীগের দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
খালিদ মাহমুদ চৌধুরী প্রথম আলোকে বলেন, সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট করার প্রয়াস থেকেই ঘটনার জন্ম। এর পেছনে জামায়াত-বিএনপি প্রতিক্রিয়াশীল গোষ্ঠী জড়িত। তবে ধর্মীয় উসকানিদাতা ও সংখ্যালঘুদের ওপর হামলাকারী সবাইকে শাস্তির আওতায় আনা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর।
আওয়ামী লীগের এই নেতা বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে স্থানীয় প্রশাসন থেকে ঘর তৈরি করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের খাওয়াদাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আওয়ামী লীগের পক্ষ থেকে প্রত্যেক ক্ষতিগ্রস্ত পরিবারকে পাঁচ হাজার টাকা করে দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধর্মীয় ‘অবমাননাকর’ ব্যঙ্গচিত্র পোস্ট করার অভিযোগে হরকলি ঠাকুরপাড়া গ্রামের হিন্দু সম্প্রদায়ের আটটি বাড়ি আগুনে পুড়িয়ে দেওয়া হয়। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে একজন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। পুলিশসহ আহত ২৫ জন।

Daily Observer November 11, 2017
Case filed over Rangpur clash, 36 held
Published : Saturday, 11 November, 2017 at 11:43 AM Count : 92

Rangpur: A case was filed over the clash between law enforcers and locals in sadar upazila centering a Facebook post ‘demeaning’ Prophet Hazrat Muhammad (PUBH) that killed a man and injured 20 others.

Police on Saturday morning filed the case with Gangachhara police station against more than 2000 people, including 25-30 named ones.

Police detained 36 people from Gangachhara upailza and Kotwali thana area on Friday night in this connection, said Jinnat Ali, officer in charge of Gangachhara police station.

Earlier on Friday, a man was killed and 20 others, including four policemen, were injured in a clash at Thakurbari village in Sadar upazila over a Facebook post by Titu Chandra demeaning' the Prophet.

Over the issue, around 8,000 people from nearby villages marched towards Thakurbari village, a Hindu-dominated village and vandalised and torched 8-10 houses of the Hindu community.

On information, police rushed in, charged baton, fired rubber bullets and lobbed teargas canisters to disperse the agitating people, leaving six people injured with bullets.

One of the injured -- Hasan -- died while being moved to Rangpur Medical College Hospital

Later, the angry mob blocked Rangpur-Syedpur road and vandalised several moving vehicles.


B Kagoj November 14, 2017

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, রংপুরের তাণ্ডবের ঘটনায় অভিযুক্ত টিটু রায়কে নীলফামারীর জলঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসা করলেই প্রকৃত ঘটনা জানা যাবে।
মঙ্গলবরা ‍দুপুরে রংপুরের পাগলাপীর ঠাকুরপাড়ায় দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, এটা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে ধর্ম নিয়ে কোনো রাজনীতি করতে দেওয়া হবে না।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, সংসদ সদস্য টিপু মুন্সি ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হকসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।



Prothom Alo November 14, 2017
অবমাননাকর স্ট্যাটাস দেওয়ার অভিযোগে টিটু রায় গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, রংপুর
১৪ নভেম্বর ২০১৭, ১৪:২৪

আগুনে জ্বলছে বাড়ি, সামনে বৃদ্ধার আহাজারি। ১০ নভেম্বর, হরকলি ঠাকুরপাড়া, রংপুর। ছবি: মঈনুল ইসলামসামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধর্মীয় অবমাননাকর স্ট্যাটাস দেওয়ার অভিযোগে টিটু রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ। নীলফামারীর জলঢাকা উপজেলা থেকে গতকাল সোমবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আজ মঙ্গলবার গঙ্গাচড়া উপজেলার খলেয়া ইউনিয়নের ঠাকুরপাড়া এলাকার হরকলি মাদ্রাসা মাঠে রংপুর জেলা পুলিশ আয়োজিত ‘সাম্প্রদায়িক সম্প্রীতি সমাবেশে’র আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের এ কথা বলেন।
গঙ্গাচড়া উপজেলার হরকলি ঠাকুরপাড়া এলাকার গ্রামের মৃত খগেন রায়ের ছেলে টিটু রায় ৫ নভেম্বর ফেসবুকে ‘ধর্মীয় অবমাননাকর’ স্ট্যাটাস দেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে হিন্দু সম্প্রদায়ের আটটি বাড়ি পুড়িয়ে দেয় বিক্ষোভকারীরা। এরপর পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হন এবং আহত হন সাত পুলিশ সদস্যসহ ২৫ জন।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করলে মেনে নেওয়া হবে না, কঠোরভাবে মোকাবিলা করা হবে। তিনি বলেন, রংপুরের ঘটনায় পুলিশের বিরুদ্ধে গাফিলতির কোনো অভিযোগ পাওয়া যায়নি। পাওয়া গেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে টিটু রায়কে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে রংপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল ইসলাম প্রথম আলোকে বলেন, গত রাতে তাঁকে নীলফামারীর জলঢাকা উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।
সাম্প্রদায়িক সম্প্রীতি সমাবেশে সভাপতিত্ব করছেন জেলা পুলিশ সুপার মিজানুর রহমান। সমাবেশে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি টিপু মুনশি, পুলিশের মহাপরিদর্শক শহীদুল হক, উপমহাপরিদর্শক খন্দকার গোলাম ফারুক, রংপুর বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ, রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি মমতাজউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু প্রমুখ উপস্থিত আছেন।


Daily Observer November 14, 2017
Human chain formed in Pabna against Rangpur violence
Published : Tuesday, 14 November, 2017 at 3:12 PM Count : 90

Pabna: A human chain was formed in the district protesting the violence against the minorities of Rangpur.

Bangladesh Hindu Boudhya Christia Oikkoya Parisad (Hindu Buddhist Christian Unity Council) and Puja Udjapon Parisad (Hindu Puja Celebration Council)  jointly organized the programme in front of press club around 11am.

Among others, Chandan Kumar Chakraborty, president of Bangladesh Hindu Boudhya Christia Oikkoya Parisad, Binoy Joti Kundu secretary, Badal Kumar Ghosh, secretary of Puja Udjapan Parisad Pabna unit, spoke from the human chain.

Spokesperson demanded punishment of the culprit involved in the incident.


NM/TF 



Daily Star November 11, 2017
Mayhem over Facebook post
1 killed as police try to contain violence by zealots in Rangpur, 30 Hindu houses torched, 20 including 7 cops hurt


An elderly woman wails after zealots burned down her house in Horkoli Thakurpara village of Rangpur yesterday in a targeted attack over an alleged Facebook post “hurting religious sentiments”. At least 30 Hindu houses were destroyed in the mayhem. Photo: Collected

A man was killed and 20 others were hurt after police fired rubber bullets and teargas shells as violence flared up in Horkoli Thakurpara village of Rangpur yesterday over an alleged Facebook post “demeaning Islam”.
At least 30 Hindu houses were burned and vandalised as religious zealots ran riot in the village in the afternoon and staged demonstrations blocking Dinajpur-Rangpur highway.
Law enforcers took action triggering a clash that left seven policemen, among others, injured. 

A house burns after it was set on fire in a village of Rangpur as violence flared up over an alleged Facebook post “defaming religion”. Photo: Collected

The deceased was identified as Habibur Rahman. He died of bullet injuries at Rangpur Medical College Hospital (RMCH) where 11 of those wounded were undergoing treatment.
Police arrested five people over the incident.
Titu Chandra Roy, son of late Khogen Roy of the village, “made the Facebook post” on November 5, said Jinnat Ali, officer-in-charge of Gangachara Police Station.
Alamgir Hossain, a trader from nearby Lalchandrapur village, under the district's Gangachara upazila, filed a case against Titu the same day, the OC added.
Titu, now in his 30s, has been living in Narayanganj with his wife for around four years, local sources say. This newspaper could not reach him for comments.
It also could not be verified whether anyone else was handling his Facebook account or if it was hacked. 

Some unidentified people trying to dismantle a house that was torched in the attacks yesterday. Photo: Collected
The day the case was filed, a group of 20 to 25 locals met at Lalchandrapur and discussed the alleged Facebook post, sources said, adding that those people fixed November 10 for a demonstration. 
Yesterday, thousands from several villages gathered in front of a mosque in Shayela Shah Bazar area after Juma prayers and then staged agitations on the highway, leaving hundreds of vehicles stranded for over an hour.
In Horkoli Thakurpara, the rioters, many of them carrying sticks, torched 20 houses of eight Hindu families, including that of Titu, and vandalised about 10 others.
“I could not understand why my home was burned down," said Titu's mother Jiten Bala.
An injured person is being taken to a hospital. Photo: Collected
The OC said as the mob went berserk, police fired teargas shells and rubber bullets to disperse them and restore law and order.
Later in the day, Saifur Rahman, assistant superintended of police of Rangpur, said the situation was now under control.
The Rangpur district administration formed a three-member investigation committee headed by Abu Rafah, additional district magistrate. The committee has to submit its report within seven working days, said Deputy Commissioner Muhammad Wahiduzzaman.
In October last year, religious zealots carried out a synchronised attack on the Hindus in Brahmanbaria's Nasirnagar upazila, destroying around 100 homes and at least five temples and looting valuables.
The violence was triggered by a Facebook post purportedly from the account of one Rasraj Das for "hurting religious sentiments of Muslims".
Rasraj, a fisherman, was freed on bail several months ago as police found evidence that someone else, not him, posted the “anti-Islam” content through either hacking or faking his Facebook account”.
In September 2012, fanatics attacked the Buddhist community in Cox's Bazar's Ramu, claiming that a Buddhist youth “insulted Islam” on social media. An investigation by The Daily Star found the Facebook  page  was  photoshopped.
Hindustan Times November 14, 2017
Bangladesh police arrest Hindu man whose Facebook post ‘sparked’ riots
Activists of Jamaat-e-Islami, a key ally of the Opposition Bangladesh Nationalist Party (BNP), went on the rampage saying the post had hurt their religious sentiment.
WORLD Updated: Nov 14, 2017 20:51 IST
Press Trust of India, Dhaka

Titu Roy, who hails from Thakurpur village, has been accused of ‘insulting religion’ in a post on Facebook (Reuters File)
A Hindu man, whose alleged offensive Facebook post led to an arson attack on over 30 homes of the minority community in Bangladesh, has been arrested, the country’s home minister said on Tuesday.
Asaduzzaman Khan said this while visiting the Thakurpur village in Rangpur district, about 300 km from Dhaka.
The activists of the country’s largest Islamist party Jamaat-e-Islami, a key ally of the Opposition Bangladesh Nationalist Party (BNP) led by former prime minister Khaleda Zia, went on the rampage on Friday, saying the post had hurt their religious sentiment.
At least one person died when police opened fire on the rioters. Rangpur Superintendent of Police Mizanur Rahman said that Jamaat tried to fuel unrest as general elections in Bangladesh were nearing.
“Titu Roy has been arrested, and legal action will be taken if he is found guilty,” Khan was quoted as saying by the bdnews24.com.
Roy, who hails from Thakurpur village, has been accused of ‘insulting religion’ in a post on Facebook.
The minister said that he has heard that Roy was illiterate and left home about eight-to-ten years ago.
The police has filed two cases at the Kotwali and Gangachara police stations and arrested 128 suspects, Rangpur’s additional superintendent of police Zakir Hossain said.
“Police are investigating the matter. Such incidents are occurring nowadays. It is a conspiracy,” Khan said.
Rangpur Superintendent of Police Mizanur Rahman said that police did not find any insulting remarks in Roy’s post on Facebook.
Roy’s mother Jiten Bala claimed that her son never went a school and he is a village poet.

Blasphemous photo post: Titu put on 4-day remand
Published : Wednesday, 15 November, 2017 at 4:44 PM Count : 97

 A court on Wednesday granted four days remand for Titu Roy in case filed against posting blasphemous photo on social media that triggered an arson attack on Rangpur Hindu houses. 

Debangshu Kumar Sarkar, Senior Judicial Magistrate of Rangpur, passed the order after police appeared the accused before the court and sought 10days remand for interrogation.

Titu was arrested from Jaldhaka upazila of Nilphamari district on Monday night.

On November 5, Titu Roy, son of late Khogen Roy in Harkoli Thakurpara area, allegedly uploaded the Facebook post demeaning Islam that sparked a strong protest.

The protesters torched eight Hindu houses and locked in a clash with law enforcers that left one dead by bullet and 25, including seven cops, injured.

Later, police filed two cases over the incident with Kotwali and Gangachara police stations.

GY / AIMD



হিন্দুরা ভারতের থেকেও বেশি সুরক্ষিত বাংলাদেশে! (Hindus are even more protected in Bangladesh than in India -- Bangla Law Minister)
Edited By:
-
November 13, 2017

ঢাকা: নিরাপদেই আছেন সংখ্যালঘু হিন্দুরা৷ অন্তত ভারতের থেকে বেশি সুরক্ষা এখানে পান তাঁরা৷ দাবি বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হকের৷ রংপুরে হিন্দু গ্রাম ভস্মীভূত হয়ে যাওয়ার দুদিন পর এমনই উপলব্ধি তাঁর৷
আইনমন্ত্রী আনিসুল হকের আরও দাবি, আতঙ্কে থাকা কোনও কারণ নেই৷ প্রশাসন হিন্দুদের পাশে আছে৷ অবশ্য সেই দাবিকে কার্যত উড়িয়ে দিচ্ছে আক্রান্ত সংখ্যালঘুরা৷ মন্ত্রীর বক্তব্যের তীব্র নিন্দা করে তাঁরা জানাচ্ছেন, একবার এলাকা পরিদর্শন করে যান আনিসুল৷ তারপর মন্তব্য করুন৷ প্রশাসন বলছে, তারা পাশে আছে৷ কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না৷ অবশ্য সাধারণ মানুষের আর্তি পৌঁছয়নি মন্ত্রীর কানে৷ জামাত ই ইসলামির ওপর হামলার দায় চাপিয়েই কাজ সেরেছে স্থানীয় পুলিশ৷
এদিকে প্রাক্তন রাষ্ট্রপতি হুসেন মহম্মদ এরশাদের দাবি, রংপুরে হিন্দু মহল্লায় হামলাকারীদের কড়া শাস্তি দিক সরকার৷ তিনি নিজেই রংপুরের বাসিন্দা৷
সমীক্ষা বলছে,ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করে সংখ্যালঘুদের ওপর হামলার সংখ্যা বর্তমানে বেড়েছে বাংলাদেশে৷ সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল বারকাত একটি গবেষণা পত্র পেশ করেন৷ তাতে বলা হয়, ‘হিন্দু সম্প্রদায়ের পক্ষে বসবাসের অনুপযুক্ত হয়ে পড়ছে৷ আগামী দু’তিন দশক পরে এদেশে হিন্দু ধর্মাবলম্বী কোনও মানুষ আর খুঁজে পাওয়া যাবে না তাঁর দাবি, বিলুপ্ত হতে চলেছেন দেশটিতে হিন্দু সংখ্যালঘুরা৷
রংপুরে সংখ্যালঘু হিন্দু মহল্লায় হামলার পর আইনমন্ত্রীর দায়িত্বজ্ঞানহীন মন্তব্যে রীতিমতো ক্ষুব্ধ ক্ষতিগ্রস্ত মানুষ থেকে সমাজকর্মীরা৷ শুধুমাত্র দায়িত্ব ঘাড় থেকে ঝেড়ে ফেলার জন্যেই এমন বক্তব্য রাখা হচ্ছে বলে সমালোচনা তাঁদের৷ সমাজকর্মীরা বলছেন, বাংলাদেশ সরকার এই পরিস্থিতির মোকাবিলা করতে সম্পূর্ণ ব্যর্থ৷ নিজেদের গাফিলতি ঢাকার অক্ষম চেষ্টা চলছে এইসব মন্তব্য করে৷
তবে সত্যিটা চাপা দেওয়া যাচ্ছে না কোনওভাবেই৷ রংপুরে হিন্দু মহল্লায় হামলা ঘটনায় ৫০ জনকে গ্রেফতার করা হলেও, তা যথেষ্ট নয় বলে ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা৷ ফেসবুকে ধর্মীয় একটি পোস্টকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে বাংলাদেশের রংপুর৷ একটি হিন্দু গ্রামে প্রায় ৩০টি বাড়িতে আগুন ধরিয়ে দেয় উন্মত্ত জনতা। পরিস্থিতি সামাল দিতে গিয়ে পুলিশ গুলি চালায়৷ তাতেই মৃত্যু হয় এক জনের৷

রংপুরের সংখ্যালঘু গ্রামের মতোই ভয়াবহ হামলা হয়েছিল ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে৷ ফেসবুক পোস্টে ধর্মীয় অবমাননার অভিযোগে সেখানকার হিন্দু মহলায় ভাঙচুর চালানো হয়৷ পরে জানা গিয়েছিল রসরাজ দাস নামে যে যুবকের নামে ফেসবুক পোস্ট করা হয়েছিল তা ভুয়ো৷ আগেও সংখ্যালঘুরা আক্রান্ত হয়েছেন বাংলাদেশে৷ ২০১২সালে সৈকত শহর কক্সবাজারের বৌদ্ধপল্লি রামুতে হামলা চালানো হয়েছিল।


Prothom Alo November 16, 2017
উত্তরের কথন
হামার বাড়িত আগুন দেইল ক্যা?’
তুহিন ওয়াদুদ
১৬ নভেম্বর ২০১৭, ১২:৪৬

হিন্দু সম্প্রদায়ের লোকজনের ভীতি ও আতঙ্ক কাটেনিরংপুরের হরকলি ঠাকুরপাড়া গ্রামটি এখন আতঙ্কের জনপদে পরিণত হয়েছে। এই আতঙ্ক শুধু যে ওই পাড়ায় সীমাবদ্ধ তা নয়; বরং সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে সর্বত্র এই ভীতি ছড়িয়েছে। রংপুরের হরকলি ঠাকুরপাড়ায় হিন্দু সম্প্রদায়ের লোকজনের বাড়িঘরে ১০ নভেম্বর হামলা-অগ্নিসংযোগ করা হয়। এখনো তাদের মধ্যে সেদিনের সেই বিভীষিকাময় ঘটনা ভীতির সঞ্চার করছে। গত সোমবার দুপুরে যখন হরকলি ঠাকুরপাড়ায় গেলাম, তখনো ঘরবাড়ি পোড়ার গন্ধ পাওয়া যাচ্ছিল। সেখানে অনেক মানুষের সমাগম। আশপাশের বিভিন্ন এলাকা থেকে লোকজন দেখতে এসেছে। হিন্দু সম্প্রদায়ের লোকজনের সংখ্যাই বেশি। ওই পাড়ার স্থায়ী বাসিন্দা এবং অন্যান্য এলাকার অনেকের সঙ্গে কথা বলে তাঁদের ভীতি ও আতঙ্কের বিষয়টি টের পেলাম। হরকলির পার্শ্ববর্তী পাগলাপীর নামক স্থান থেকে এসেছেন স্বপ্না রানী রায়। তিনি বলছিলেন, ‘বাড়ির ছোট ছোট বাচ্চারা ভয়ে ঘুমাইতে পারছে না। বাচ্চারা বারেবারে জাইনবার চায়, যারা ঠাকুরবাড়িতে আগুন দেছে, তারা হামার বাড়িত আসপে নাকি?’
যার কথিত ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে এত ঘটনা সেই আলোচিত টিটু রায়ের পাশের বাড়ি বাসন্তী চক্রবর্তীর। যখন টিটু রায়ের বাড়ি আগুনে পুড়িয়ে দেওয়া হয়, তখন তাঁরা যে ভয় পেয়েছেন, তা এখনো তাঁদের তাড়া করে ফিরছে। বাসন্তী চক্রবর্তী বলেন, ‘আরেকটু
হইলে সেদিন হামার বাড়িত আগুন লাগিল হয়। ফির (আবার) আগুন দেয় নাকি সেই চিন্তায় আছি।’ পাশেই মোহিনী রায় বলেন, ‘রাইতে এ বাড়ির বেটাছাওয়া ঘুমায় না। পুলিশের সঙ্গে পাহারা দেয়।’
টিটু রায়ের বাড়িতেই দেখা হলো তাঁর মা জীতেন বালার সঙ্গে। বয়সের ভারে নুয়ে পড়েছেন। ম্যালামাইনের ছোট একটি বাটি নিয়ে টিউবওয়েল চেপে নিজেই নিজের মাথায় পানি দেওয়ার চেষ্টা করছিলেন। কথা বলার চেষ্টা করে জবাব পেলাম: ‘ফ্যাদলা পারির পাবার নই (বেশি কথা বলতে পারব না)।’
ঠাকুরপাড়াতেই মিলন সরকার বারবার করে জানতে চাইছিলেন, ‘যদি টিটু রায় অপরাধ করে থাকে, তাহলে টিটু রায়ের শাস্তি হবে। আইনেই শাস্তি হবে। টিটু রায়ের বাড়ির মানুষের, তার পাড়ার লোকজনের অপরাধ কী? পাশেই পুড়ে যাওয়া বাড়ির উঠানে বসে চারুবালা জানতে চান, ‘হামার বাড়িত আগুন দেইল ক্যা? হামার দোষ কী?’ মিলন সরকার কিংবা চারুবালার প্রশ্নের মতো একই প্রশ্ন তো দেশবাসীরও। যে টিটু রায়ের বিরুদ্ধে ফেসবুকে ইসলাম ধর্মের অবমাননা করে পোস্ট দেওয়ার অভিযোগ করা হয়েছে, তিনি ৮-১০ বছর ধরে বাড়িতেই থাকেন না। তাঁকে এরই মধ্যে পুলিশ গ্রেপ্তারও করেছে। তদন্তে অপরাধের প্রমাণ না মিললে তিনি মুক্তি পাবেন, সেটাই প্রত্যাশিত। কিন্তু কেউ এ রকম একটি পোস্ট ফেসবুকে ছড়িয়ে ষড়যন্ত্র করেছে কি না, তা খুঁজে বের করা ও দোষী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
এলাকাবাসী অভিযোগ করেছেন, ঠাকুরপাড়া গ্রামের হিন্দু পরিবারে আগুন দেওয়ার কয়েক দিন আগে থেকেই সেখানে সভা হয়েছে, মাইকিং হয়েছে। স্থানীয় জনগণের এই ভাষ্য যদি সত্য হয়, তাহলে সরকারি প্রশাসন কেন নীরব ছিল? সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থাগুলোও কি এ ধরনের হামলার প্রস্তুতির ভয়াবহতা আঁচ করতে পারেনি? সংখ্যালঘুদের ওপর বারবার নির্যাতন-হামলা হচ্ছে। সেগুলোর যদি শাস্তি নিশ্চিত করা যেত, তবে তা দৃষ্টান্ত হিসেবে কাজ করত, এসব ঘটনার পুনরাবৃত্তি হতো না। রংপুরের হরকলিতে যে ঘটনা ঘটেছে, এর অনেক প্রমাণ পাওয়া সম্ভব। টিটু রায়ের বিরুদ্ধে আয়োজিত সভায় কারা বক্তৃতা করেছে, কারা গ্রামে গ্রামে মাইক দিয়ে প্রচারণা চালিয়েছে—এগুলোর কোনোটাই গোপন নয়। এখন পর্যন্ত শতাধিক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। সময় গড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যেন ঘটনা ম্লান হয়ে না যায়।
১০ নভেম্বরের পর থেকে রাজনৈতিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সুশীল সমাজের প্রতিনিধিসহ সমাজের বিভিন্ন স্তরের হাজার হাজার মানুষ হরকলির ঠাকুরপাড়া গ্রামে গেছেন সান্ত্বনা দিতে। কিন্তু সাধারণ হিন্দুদের এই আস্থা তৈরি হয়নি, যে তারা এখনো নিরাপদ। হরকলির পার্শ্ববর্তী একটি ইউনিয়ন চন্দনপাট। সেখান থেকে আবদুর রহিম, ধীরেন ও জলিল নামের তিনজন একসঙ্গে এসেছেন অবস্থা দেখতে। জলিল বলেন, ‘ফজরের নামাজের আগে হামার বাড়ির দিকে কয়েকজন ছেলে কোথায় যেন যায়। এরাই এই কাজ করছে নাকি কে জানে?’
একটি স্কুলের তিন বন্ধু সুইটি আক্তার, রীতা রায় ও আবদুল বাতেন একসঙ্গে ঘটনা জানতে এসেছে। মুসলিম ধর্মাবলম্বী যে কয়েকজনের সঙ্গে কথা বললাম, তাঁরা হামলার কঠোর নিন্দা ও ঘৃণা জানাচ্ছিলেন। তাঁরা অপরাধীদের শাস্তি চান। রহমতুল্লাহ নামের একজন ক্ষোভের সঙ্গে বলছিলেন, ‘যারা আগুন লাগাইল, তাদের শাস্তি হয় না ক্যা? এমার (এদের) জন্যে মুসলমানের বদনাম হয়।’
যে বাড়িগুলো পুড়ে গেছে, এখনো সেখানে পোড়া গন্ধ লেগে আছে। বাড়ির উঠানের আম-জাম-কাঁঠাল-নারকেলসহ বেশ কিছু গাছ আগুনে পুড়ে গেছে। কোনো কোনো বাড়ির গরু পুড়ে গেছে। বাড়িগুলোতে লুটপাটও হয়েছে। কারও কারও লুটপাট হওয়া গরু-ছাগল এখনো পাওয়া যায়নি। পুড়ে যাওয়া ঘরগুলোর স্থানে টিনের চালা তোলা হয়েছে। নতুন টিনে চকচক করছে বাড়ি। তারপরও উঠানে পুড়ে যাওয়া গাছগুলোর মতোই যেন পুড়ে গেছে ওই পাড়াবাসীর মন।
মন পুড়ে যাওয়ার ক্ষত দূর করতে হলে সরকারকে কঠোর অবস্থান নিয়ে জড়িত ব্যক্তিদের চিহ্নিত ও শাস্তি নিশ্চিত করতে হবে। রাতারাতি এই ক্ষত না সারলেও এ ধরনের ব্যবস্থা আস্থার পরিবেশ সৃষ্টি করতে সহায়তা করবে।
তুহিন ওয়াদুদ: শিক্ষক, বাংলা বিভাগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।


Prothom Alo November 16, 2017
রংপুরের ঘটনায় ষড়যন্ত্র দেখছেন স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
১৬ নভেম্বর ২০১৭, ১৫:২০



আসাদুজ্জামান খান কামাল। ফাইল ছবি ধর্মীয় অবমাননার কথিত অভিযোগে রংপুরে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা ও বাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনার পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ বৃহস্পতিবার সচিবালয়ে বিজয় দিবস উদ্‌যাপন উপলক্ষে নিরাপত্তা নিয়ে আয়োজিত আন্তমন্ত্রণালয়ের সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে, এটা একটা গভীর ষড়যন্ত্র। কিন্তু তদন্তের আগে আনুষ্ঠানিকভাবে কিছু বলছি না। আমরা টের পাচ্ছি—এটা ষড়যন্ত্র।’

ওই ঘটনার পরিপ্রেক্ষিতে টিটু রায় নামের একজনকে গ্রেপ্তারের বিষয়ে মন্ত্রী বলেন, তাঁর মুঠোফোনটি সিআইডিতে যাচাই করা হচ্ছে। কারও যদি সম্পৃক্ততা থাকে, তাহলে আইন অনুযায়ী বিচার হবে। মন্ত্রী বলেন, ভিডিও ফুটেজ ও ছবি দেখে অনেককে চিহ্নিত করা হয়েছে। বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে। চেষ্টা করা হচ্ছে নিরীহ ও নিরপরাধ মানুষদের যেন গ্রেপ্তার না করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধর্মীয় অবমাননাকর স্ট্যাটাস দেওয়ার অভিযোগে ১০ নভেম্বর রংপুরের গঙ্গাচড়া উপজেলার হরকলি ঠাকুরপাড়া গ্রামের হিন্দু সম্প্রদায়ের আটটি বাড়ি পুড়িয়ে দেয় বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোতোয়ালি, গঙ্গাচড়া ও তারাগঞ্জ থানার পুলিশ গিয়ে শটগানের গুলি ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। এ সময় সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হন। সাত পুলিশ সদস্যসহ ২৫ জন আহত হন।
*****************************************************

BANGLADESH : BDMW Human Rights TEAM VISITED THE SPOT AT THAKURPARA-RANGPUR DIST FOR FACT FINDING on Minority Repression :
BANGLADESH MINORITY WATCH <bangladeshminoritywatch@gmail.com>
Yesterday, 11:25 

অদ্য ১৬/১১/২০১৭ইং বাংলাদেশ মাইরিটি ওয়াচের সভাপতি এ্যাড রবীন্দ্র ঘোষ তার মানবাধিকার কর্মীদের নিয়া রংপুরের গঙ্গাচড়া থানাধীন খলেয়া ইউপি অর্ন্তগত হরকলি ঠাকুরপাড়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
হিন্দু ভিকটিমদের সঙ্গে কথা বলেছেন, উপস্থিত পুলিশ অফিসার দের সঙ্গে কথা বলেছেন, ডি,সি, এস,পি ও প্রশাসনের কর্মকর্তার সঙ্গে মত বিনিময় করেছেন।

টিটু রায়ের পরিবারের সঙ্গে কথা বলে তদন্ত দল জানতে পারেন যে (টিটুর)দুইটি মেয়ে ১।শিউলী রানী (১৮) ২।সুচিএা রানী (১৩)কে জোর পূর্বক (১)এক বছর পূর্বে মুসলমানরা ইসলাম ধর্মে দিক্ষিত করেছেন, এবং তাহাদের পরিবারের সকল কে এবং গ্রামের সকর হিন্দু পরিবারকে দেশ থেকে বিতারনের জন্য এই চক্রান্ত |
মন্দির, দেবস্থান, শ্বশ্বানঘাঠ,মাঠির সাথে মিশিয়ে দিয়েছেন।যদিও ক্ষতিগ্রস্থ ১৮ টি হিন্দু পরিবার যদিও সরকার প্রদও টিন,কিছু টাকা পেয়েছেন,তথেপি তাহাদের মনে ভীতি রেশ বিদ্যমান যে কোন সময় হামলার সম্ভাবনা আছে।
বাংলাদেশ মাইনরিটি ওয়াচ (BDMW)তদন্ত অব্যাহত রেখেছেন।.........

Today BDMW 16.11.2017 Human Rights Team consisting Kamal Karmaker, Shymol Banerjee, Jowtirmoy Banerjee, Dhananjoy Mohanta, Rajib Saha, Goutam Roy, Dilip Kumar Ray and Rabindra Ghosh visited the spot - Thakurpara village of Gangachora Upazila of Rangpur District for fact finding of religiously motivated attack by Islamic Zealots on Hindus where a number of Hindu houses set on fire, Hindu deities desecrated, goods belonging to those Hindus looted including their cows on 10.11.17. Perpetrators also set fire on the cow who sustained severe injuries. The wretched Hindu victims cried and made an appeal to BDMW for their protection of lives, properties, right to religion and dignity within Bangladesh.

We noticed 24 houses of Hindu dwellers were either set on fife and huge number of belongings/goods inducing 16 cows were looted, although police recovered 14 cows from the possession of the perpetrators. During our investigation Upazila Nitbahi Officer, Gangachara Upazilla was present. The Hindu victims complained that the inadequate compensation paid to them by the Deputy commissioner is far from their need and the irreparable loss sustained by them was not mitigated.
During our fact finding it is revealed that two daughters of detenue Titu Roy were kidnapped for forceful conversion to Islam one after another by the local Muslims one after another. Ms.Shewli Rani (18) however recovered from the Muslim perpetrators but Ms.Suchitra Rani (13) was not rescued and she is still under the captivity of the Muslim perpetrators.
We also discussed with Md. Mizanur Rabman, S.P. of Rangpur District who also said the victim Titu Roy was arrested in connection with case No.09 dated 6th November,2017 under section 57(2) of Information technology Act,2013. S.P. also said when the victim was produced before the court no body on behalf of him moved application for bail today. But the Magistrate granted four days; remand prayed by O.C. of the local Police out of remand prayed for 10 days. The S.P. also gave us to understand that more than 130 perpetrators identified and arrested, but the main instigator was not yet arrested by police. He also assured us that due to safety of Titu Roy they sent him into custody and investigation is going on.
We also talked with Deputy Commissioner, Rangpur who also said a good number of tin sheds and some cash money were provided to those Hindu victims after unfortunate incident of attack on those victims took place on 10th of November,2017.

We also tried to contact with the victim (accused of Case No.09 dated 06.11.2017 filed by one Md.Zinnat Ali who is now under custody of the O.C. Gangachora Police station, but the O.C. said the victim has not yet reached at his police station till our stay at the Police station.
We collected the copy of three first information reports from the Office of the Superintendent of Police, Rangpur : one is filed by Md. Rafiqul Islam-1, S.I. of Police, Kotwali Police station, Rangpue being case No.29 dated 10.11.2017 under section 143/147/148/149/341/342/186/353/332/333/436/427/114/34 of Penal code against 83 Muslim perpetrators and more others.
We also collected copy of another first information report (FIR) lodged by S.I. of Police, Md. Rezaul Alam Sarkar, Gangachora Police station being case No.11/329 dated 10.11.2017 under section 143/147/148/149/341/188/332/333/353/448/436/379/295/427/302/34 of the penal code.against 75 perpetrators and more unidentified more.
Bangladesh Minority Watch is very much concerned about attack on Hindu minority setting fire on their houses, religious places at Gangachora P.S. and Kotwali P.S for alleged defamation of religion in the face book. We also demand the case started against Titu Roy should be withdrawn and be released forthwith.
Police totally failed to control the situation when thousands of activists of various Islamic organisations assembled after "Human Chain" was over. Finding no other alternative police saw situation gone beyond control then they fired on the mob and as a result one Md Habibur Rahman (Habib -28) succumbed to death and 25 injured.
Bangladesh Minority Watch is very much concerned about not arresting the instigators who resorted to agitate other peace- loving people to attack Hindu houses, setting fire with religious motivation. The right of religion should be protected and be safeguarded for peaceful co-existence. The Minorities should be protected..
Bangladesh Minority Watch is still investigating the matter and as soon as we will be able to procure more information on this matter will be produced before the local administration for immediate action.

This fact finding will continue till the victims of repression are safeguarded within their village at Rangpur District.

With best regards, 

Rabindra Ghosh
Founder President, Bangladesh Minority Watch (BDMW)
12. K.M. Das Lane, Tikatully, Wari PS, Dhaka,