Friday, July 24, 2015

Rath (Chariot) Jatra (Festival) in Dhaka, Bangladesh




Daily Star Dhaka July 21, 2015

07:52 PM, July 18, 2015 / LAST MODIFIED: 05:45 PM, July 21, 2015

Hindus celebrate Rathajatra in Dhaka (video)

Star Online Report

The Hindu community celebrated one of their traditional festivals, Rathajatra (Chariot Procession) in Dhaka today.
The Hindus celebrate this sacred occasion annually to take a sight of Lord Jagannath, which the devotees believe to be very auspicious.

Hundreds of Hindus have participated in today’s Rathajatra, organised by International Society for Krishna Consciousness (ISKCON).
Hundreds of people joined today's Rathajatra. Photo: Monika Roy
The Rathajatra started from ISCON temple at Swamibagh in the city around 4:15pm and ended at Dhakeshwari temple after parading Shahbagh intersection around 7:00pm.

Rathajatra, one of the major natural festivals of Hindus, is celebrated in the month of Ashar (June-July) across the country.
The Rathajatra will be followed by Ultorath festival, to be celebrated seven days later.

                             People carry flowers during the Rathajatra for Lord Jagannath. Photo: Monika Roy

Rathajatra is a festival of peace and friendship. It has turned into a celebration of equality against all sorts of injustice and inequality.
The organisers of Rathajatra distribute bananas, khoi and batasha during the procession. Kirtans are also rendered during the festival.

*******************************************************************************
Bhorer Kagoj July 19, 2015
রথযাত্রা শুরু, উল্টো রথ ২৬ জুলাই

শনিবার, ১৮ জুলাই ২০১৫
 

কাগজ অনলাইন প্রতিবেদক: উৎসবমুখর আর ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশের মধ্যদিয়ে শনিবার (১৮ জুলাই) শুরু হয়েছে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। আগামী ২৬ জুলাই উল্টো রথযাত্রার মধ্যদিয়ে এর সমাপ্তি হবে।

প্রতিবছর আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এ সনাতন ধর্মাবলম্বীরা এ উৎসব পালন করেন।

শনিবার (১৮ জুলাই) বিকেলে শ্রীমঙ্গলের হবিগঞ্জ রোডের শ্রীশ্রী জগন্নাথ দেবের আখড়া থেকে রথটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এই রথযাত্রা উপলক্ষে শহরের ব্যস্ততম এলাকা হবিগঞ্জ রোডে বসেছে রকমারিপণ্যের মেলা।

সকালে বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে শুরু হয় রথযাত্রার মূল অনুষ্ঠানমালা। এ সব অনুষ্ঠানের মধ্য রয়েছে হরিনাম সংকীর্তন, বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞ, মহাপ্রসাদ বিতরণ, আলোচনা সভা, পদাবলী কীর্তন, আরতি কীর্তন, ভাগবত কথা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শ্রীমদ্ভাগবত গীতা পাঠ।

সনাতন ধর্ম মতে, জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয়। জীবরূপে তাকে আর জন্ম নিতে হয় না।

এ বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথ দেবের প্রতিমা রেখে রথ নিয়ে যাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা।

- See more at: http://www.bhorerkagoj.net/online/2015/07/18/97177.php#sthash.fsCGUJWA.dpuf

No comments: